অনেক মা-বাবা সর্দিকাশিতে ভুগলেই শিশুকে ইচ্ছামতো কফ-কাশির সিরাপ সেবন করান। তারপর বেশ কিছু সময় নষ্ট করে গুরুতর অসুস্থ অবস্থায় বাচ্চাকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে আসেন। এটা আমাদের দেশে খুব ঘটে। কিন্তু সর্দিকাশিতে ভুগলেই কি কফের সিরাপ দিতে হবে? বৈজ্ঞানিক তথ্য সিরাপের মূল উপাদান কোডিন, ডেকস্ট্রো- মিথোরফেন শিশুর জন্য বিপজ্জনক। সম্প্রতি আমেরিকান চেস্ট মেডিসিন এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে। আবার অস্ট্রেলিয়ায় দুটি প্যাডিয়াট্রিক হাসপাতালে পরিচালিত গবেষণায় দেখা গেছে, খুসখুসে কাশি কমানোর সিরাপ, কফ...

